Thank you for trying Sticky AMP!!

মৃতের সম্ভাবনা

শীতের এই সব রাতেরা নেমে আসে 

আলোকের বলিরেখা বরাবর 

শেষ ভোরের আগে মরে যাই আমি

  অথবা কঠিন জঠরে ঠাসা সময়ের 

 গর্ভজলে ভেসে থাকি মীন হয়ে বহুদিন; 

তারপর জলের আস্তর ভেঙে গড়িয়ে পড়ি

কয়েকটা সিঁড়ির মতো পাটাতনে 

পাখা হলে ডিঙিয়ে যাই সহস্র পদক্ষেপ 

মৃত্যু আমারে দেখা দেয়—নগরীর সহজ আলোকে।