Thank you for trying Sticky AMP!!

সাপ পর্ব

কাদা মাটি ঘাস লতা পেরিয়ে এসেছি কাছে, সাপ

সর্পগন্ধে এতটা পথ

তোমার লিকলিকে জিহ্বায় পুড়ছে বনভূমি, সবুজ চারা

অন্ধ প্যাঁচার পাশে গাছের কোটরে এসে পড়েছি, সাপ

আমাকে আবার দংশন করো!

আমার শিয়রে কলাগাছ, পায়ের কাছে কালো নৌকা

আর স্তনবতী নারী ঝুঁকে আছে নদীর দিকে

এতটা পথ মেঘে ও বজ্রে, ঢেউয়ে আর স্রোতে

গাঙের নরম ঢালুতে আবারও নিংড়ে দিয়েছি নিজেকে

এই বোরো-ধানের গর্ভগন্ধে; আঁশটে পানির মিহি ধারায়

একটা একাকী কই-এর সাথে, প্রসববেদনায় কাতর

যখন আকাশে মেঘের হামাগুড়ি ও গর্জন

এই তো এসেছি তোমার কাছে, সাপ, ঘন নীল এই রাতে!