Thank you for trying Sticky AMP!!

'দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার' পেলেন মনোয়ার হোসেন

মনোয়ার হোসেন

হারিয়ে যাওয়া বিপন্ন প্রজাপতিকে খুঁজে বের করে তার পুনরুজ্জীবনে গবেষণার অবদান হিসেবে এ বছর দ্বিজেন শর্মা ‘নিসর্গ পুরস্কার-২০১৯’ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন। গত ১৫ সেপ্টেম্বর রোববার দ্বিজেন শর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক স্মরণানুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার। 

মনোয়ার হোসেন প্রজাপ্রতি সংরক্ষণ এবং এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ‘প্রজাপতি মেলা’র আয়োজন করে চলেছেন তিনি। এ ছাড়া প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট (আইইউসিএন) থেকে ২০১৪ সালে বাংলাদেশের বন্য প্রাণীদের অবস্থান বিষয়ে যে ‘রেডলিস্ট’ তৈরি করা হয়, এর প্রজাপতি অংশটি তৈরি হয়েছিল তাঁর নেতৃত্বে। মনোয়ারকে পুরস্কারটি িদয়েছে ‘তরুপল্লব’ নামে প্রকৃতিপ্রেমীদের একটি সংগঠন।