Thank you for trying Sticky AMP!!

আলাপে ঝালাতে: শিল্পের সাহিত্যের আলাপন

সাক্ষাৎকার গ্রহণ কতটা শৈল্পিক উচ্চতায় পৌঁছাতে পারে সাজ্জাদ শরিফের ‘আলাপে ঝালাতে: শিল্পের সাহিত্যের আলাপন’ এর প্রকৃষ্ট উদাহরণ। এই বইটিতে যাঁদের সাক্ষাৎকার স্থান পেয়েছে, তাঁরা শুধু সমাজ-সংস্কৃতিতে বিশিষ্ট স্থান অধিকার করেই নয়, তাঁদের অনেকেই সে সমাজ এবং ইতিহাসের মধ্য দিয়ে নিজেদের অনন্য ঊর্ধ্বে নিয়ে গেছেন। সাজ্জাদ শরিফ তাঁদের উপলব্ধি এবং অভিজ্ঞতার জগতে দৃষ্টিপাত করেছেন। কেন্দ্রাভিমুখী প্রশ্নের পর প্রশ্নে তিনি উন্মোচন করেছেন কবি, কথাসাহিত্যিক, সুরকার, অভিনয়শিল্পী, চিত্রশিল্পীদের রহস্যময়, কৌতূহল জাগানিয়া অপার সৃষ্টি-কল্পনার জগৎ।



সাজ্জাদ শরিফ

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১৯
দাম: ৪২০ টাকা।