Thank you for trying Sticky AMP!!

বইয়ের দুনিয়া

সাংস্কৃতিক মুক্তিসংগ্রাম

সন্​জীদা খাতুন

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১

দাম: ২৫০ টাকা।

মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীদের অসাধারণ ভূমিকা এই বইয়ে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের এক বিশিষ্ট যোদ্ধার কলমে উঠে এসেছে। তথ্য, বিশ্লেষণ ও অনুভবে এ বই মহান মুক্তিযুদ্ধ এবং এ দেশের সাংস্কৃতিক আন্দোলনের এক বিশ্বস্ত স্মারক।

নিখোঁজ গণতন্ত্র: কর্তৃত্ববাদের পথরেখা ও বাংলাদেশের ভবিষ্যৎ

আলী রীয়াজ

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১

দাম: ৫৫০ টাকা।

বিশ্ব গণতন্ত্র ও এ দেশের গণতন্ত্রের হালহকিকত কেমন? গণতন্ত্র কি নিখোঁজ হয়ে গেছে! নাকি নিখোঁজ করা হচ্ছে। বিশ্বরাজনীতিতে গণতন্ত্রের বেহাল দশা নিয়েই লেখক এ বইয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করেছেন।

পরাজয় মানে না মানুষ

হাবীবুল্লাহ সিরাজী

প্রকাশক: অনন্যা, ঢাকা

প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১

দাম: ১৭৫ টাকা।

কবি হাবীবুল্লাহ সিরাজীর ডায়েরি ও চিঠিপত্র এক মলাটে আবদ্ধ করা হয়েছে এ বইয়ে। তাঁর বিভিন্ন স্মৃতিকথা, অন্যান্য কবি/লেখকের কাছে লেখা চিঠিপত্রগুলোই এ বইয়ে পাঠক খুঁজে পাবেন।