Thank you for trying Sticky AMP!!

খুঁজে ফিরি

আঁকা : আরাফাত করিম

জোনাকিরা নেই আজ পাড়াগাঁর আঁধারে

ঝোপঝাড় জঙ্গল ঘন বন বাদাড়ে।

আকন্দ ঝাড় ঘিরে পুকুরের কিনারে

করে নাকো ওড়াউড়ি মসজিদ-মিনারে।

ঝাঁক বেঁধে আলো জ্বেলে কোনোখানে মাতে না

মায়াবী আলোর মালা ওরা আর গাঁথে না।

ভুলে গেছে আলো নিয়ে লুকোচুরি খেলা যে

দেখি না কোথাও সেই জোনাকির মেলা যে।

যে আলোর জ্বলা-নেভা বিস্ময় জাগাতো

শৈশবে মনটাকে রঙে রঙে রাঙাতো।

সে আলোর খোঁজে যাই দূরে কোনো পাহাড়ে

অভিমানী জোনাকিরা কোথা গেল আহা রে!