Thank you for trying Sticky AMP!!

আবিদ আজাদের অগ্রন্থিত কবিতা

আসছে ২২ মার্চ সত্তর দশকের উজ্জ্বল কবি আবিদ আজাদের মৃত্যুদিন। সেই উপলক্ষে ছাপা হলো তাঁর দুটি অগ্রন্থিত কবিতা। কবিতাগুলো পাওয়া গেছে কবির ছেলে তাইমুর রশীদের সূত্রে।

প্রেমিকা

কিছু বলবেন?—সংক্ষিপ্ত করুন।

আমার শরীরের প্রশংসা করবেন?—সংক্ষিপ্ত করুন।

আমার চোখের বর্ণনা করবেন?—সংক্ষিপ্ত করুন।

আমার নাকের বর্ণনা দেবেন?—সংক্ষিপ্ত করুন।

রাগ করলে আরও সুন্দর লাগে আমাকে, বলবেন?—সংক্ষিপ্ত করুন।

আমার হাঁটা নিখুঁত বলবেন?—সংক্ষিপ্ত করুন।


যা কিছু বলার আছে, সংক্ষিপ্ত করুন।


আমাকে ভালোবেসে ফেলেছেন, এ কথা বলতে চান?

না, এটা বলারই দরকার নেই।

এ আমি না বললেও বুঝতে পারি।

প্লিজ, এবার উঠে পড়ুন।


আমাকে না পেলে কিছুতেই বাঁচবেন না, মনে হচ্ছে?

তাহলে জীবনটাকেই সংক্ষিপ্ত করে ফেলুন।


দয়া করে উঠুন এবার, আমি ভীষণ ব্যস্ত এখন।

জানালা

যদি একটা জানালা থাকে

তারপরও আরও একটা জানালা আমি চাইব

জানালা ছাড়া পৃথিবীর কোনো সভ্যতা এক পা-ও

সামনে এগোতে পারেনি।


জানালা আমার স্বপ্ন

জানালার ভেতরে এবং জানালার বাইরে

সমস্ত জগৎটাই আমার।


কারণ, আমার শহীদ মিনার

পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ একটি জানালা।