Thank you for trying Sticky AMP!!

করোনার মৃত্যু-পরোয়ানা

করোনায় যাদের মৃত্যু হয়েছে, হচ্ছে, হবে—তাদের জন্য

এক ফোঁটা চোখের জলও যেন অবশিষ্ট নেই আর আমাদের চোখে।

এই চিরসুন্দর ভুবনে, পৃথিবীর দেশে-দেশে

মৃতকে এখন শেষবিদায় জানাচ্ছে মৃত্যু।

মৃত্যুই এখন ধ্রুব, মৃত্যুই মৃত্যুর শেষ দর্শক।

এই গ্রহবাসীদের ভাগ্যপত্রে এমন মৃত্যুর কথাই তবে লিখে রেখেছিলে, হে ঈশ্বর?

এই অভাবিত, অকল্পনীয়, অগ্রহণীয় মৃত্যুর মহামারি যেন কখনোই ‘মনুষ্যসৃষ্ট’ বলে প্রমাণিত না হয়। যেন না হয়! যেন না হয়।

যদি হয়, যে সম্ভাবনা বারবার উঁকি দিচ্ছে আমার মনে, চাই তা ভুল প্রমাণিত হোক,

তা মিথ্যে হোক, মিথ্যে হোক, মিথ্যে হোক।

যদি না হয়, যদি না হয়, তবে এই নির্বিকার ধরিত্রীর বুকে

অসহায় মানুষের দুঃখ রাখার কোনো জায়গাই আর অবশিষ্ট থাকবে না।

মানুষ কি তবে পৌঁছে যাবে সেই দুঃসময়ে,

যখন কারও কান্নাই কেউ শুনতে পাবে না?