Thank you for trying Sticky AMP!!

পাখিগ্রাম

অলংকরণ: মাসুক হেলাল

নানা প্রজাতির পাখি উড়ে উড়ে

এক গ্রামে এসে থামে,

ছোট বড় গাছ সব গাছে ওরা

পাতার আড়ালে নামে।

বক বালি হাঁস ঘুঘু রাত চোরা

কেউ একা একা কেউ জোড়া জোড়া

এসে খোঁজে বাসা অথবা বানায়

গাছে গাছে জঙ্গলে,

পাতার আড়ালে, কাণ্ডে, গর্তে

নানা কলা কৌশলে।

এ রকম গ্রাম, অবিরাম যাতে

পাখিদের আনাগোনা দিন রাতে,

মানুষ দিয়েছে সে গ্রামটিকে

অপরূপ এক নাম,

মুখে মুখে ফেরে পাখিভরা এই

গ্রাম আজ পাখিগ্রাম।