Thank you for trying Sticky AMP!!

শরিফুল ইসলাম ভূঁইয়ার কবিতা

ভরা বর্ষা

অচিনপুরের উজান গাঙের নেয়ে
তরতরিয়ে তরি বেয়ে যেয়ে
পাতল যে হাত ভরা সবুজ জমি
জাগল রে প্রাণ ছিলে নেহাত মমি।
সেই মায়াতে নামল রে ঝুম দেয়া
বিরান বনে ফুটল মধুর কেয়া
বৃষ্টিবানে জলের নহর ছোটে
সেই জলেতে অজর শাপলা ফোটে।
তরি এখন ভরা বর্ষার জলে
আউলা বাওয়ে অল্প অল্প টলে
তরির মাঝে ময়ূর পেখম মেলে
বর্ষা তুমি অমৃত হয়ে এলে।
সবুজ বুকে সোনালি শস্য
বদ্ধ মাতাল ঘ্রাণ
কেউ জানে না সে রহস্য
বুঁদ হয়ে রয় দুটি প্রাণ!

অন্য আলোয় লেখা পাঠানোর ঠিকানা: info@onnoalo.com