Thank you for trying Sticky AMP!!

শুঁয়োপোকার জীবন আমার

জনমভর ধুঁকে ধুঁকে

কীটের জীবন বাজি রেখে
বেলাশেষে হিসেবে কষে
পেলাম কৃষ্ণবিবরের আঁধার,
শুঁয়োপোকার জীবন আমার!

যেদিন ছিলাম ডুবে ডিমে
ককুনের অতল তিমে
দিগবিজয়ীর স্বপ্নরথে
প্রজাপতির রাজ-মথে
কিন্তু এ কী মহা-যতি!
রুদ্রপতির রোষে গতি
নিমেষেই অঙ্গার,
শুঁয়োপাকার জীবন আমার!

স্বপ্ন ছিল উড়ব মিলে
আকাশ থেকে আকাশ-নীলে
স্বর্গ-নদের কূলে কূলে
কিন্তু হায়! কী অদৃষ্টের শূলে
পিষে মরি ত্রাতারই পদতলে!

দেখো,
ওরা সবে আজ স্বর্গ নীড়ে
মহাকাশের সপ্ত চূড়ে
পুষ্প-পরাগের রেণুর ভিড়ে
শতডানার প্রজাপতি,
আর আমি কীটানু রইনু মরে
আবর্জনার আস্তাকুঁড়ে
নরককুণ্ডের ভস্মাধারে
যেন মহাকালের নিয়তি!

উত্তর বারিধারা, ঢাকা