Thank you for trying Sticky AMP!!

মৃগয়া

জানি না কোন সে কথা মুখের ধনুক ছেড়ে

ছুটল তোমার দিকে, বনের একান্ত নির্জনে

পাতার আলপনায় মুগ্ধ চোখ ভেবেছ কী শ্রবণে

বিঁধিবে সুচালো ফলা কোনো কথার জেরে!

ফুলের চাতুর্যে এ জীবন হলো প্রজাপতির,

পাতা ছেঁড়া শব্দ ছড়াল বনে, চুপ ঝিঁঝিপোক—

কী কষ্ট নিয়ে উড়ে গেলে নিশাচর জুনিপোক—

তীব্র অন্ধকারে পড়ে আছে কথামাখা তির।

এ জীবন শুধু জীবনেরে খায়, চেয়েছিলে

চেয়েছি একটা বন হোক নির্জন গুহার মতো,

ঘুমিয়ে থাকব আঠারো বছর, গুহার পাঁচিলে।