Thank you for trying Sticky AMP!!

অনিয়মিত বেতন

গত বছর জানুয়ারিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এটা সরকারের যুগোপযোগী পদক্ষেপ। তবে শিক্ষকেরা এখনো তাঁদের প্রত্যাশিত সুযোগ-সুবিধা পাননি। তাঁরা এখন অনিয়মিতভাবে তাঁদের বেতন-ভাতা পেয়ে থাকেন। তাঁরা সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে বেতন পেয়েছেন।
উল্লেখ্য, জাতীয়করণের আগে তাঁরা নিয়মিত বেতন-ভাতা পেতেন। তাঁদের আয় অত্যন্ত সীমিত। এই অবস্থায় অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা আর্থিক অসুবিধায় আছেন। অনেকের মনে প্রশ্ন, তাহলে এই জাতীয়করণ করে লাভ কী?
এই জাতীয়করণ কি আসলেই বাস্তবতার মুখ দেখবে, না এটা ভোটের রাজনীতির অংশ? সরকারের কাছে আবেদন, এই স্বল্প আয়ের মানুষের মনের আশা পূরণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
সুনীতি কুমার সাহা
পটুয়াখালী।