Thank you for trying Sticky AMP!!

বাইক্কা বিল

মাছের বংশবিস্তার, পাখির আবাস তৈরি ও বিলুপ্তপ্রায় জলজ উদ্ভিদ ফিরিয়ে আনতে মৌলভীবাজারের হাইল হাওয়ের বাইক্কা বিলে ২০০৩ সালে অভয়াশ্রমটি গড়ে তোলা হয়। হাইল হাওর দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র ও পাখির আবাসস্থল। কিন্তু নির্বিচারে মাছ ধরা, পাখি ধরা এবং জলজ উদ্ভিদ আহরণের কারণে পাখি ও মাছের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
বিল ভরাট হওয়া, বৃষ্টি না হওয়া, আশপাশের খাল-বিলে ও নদী-নালা শুকিয়ে যাওয়ায় বিলের পানি কমে গেছে। আশ্রয় নষ্ট হওয়ার কারণে পাখি অন্যত্র চলে যাচ্ছে। মাছ চোর চক্রের কারণে বিলের পানি নষ্ট হয়ে যাচ্ছে। পচে যাচ্ছে জলজ উদ্ভিদ। মারা যাচ্ছে বিলের পাখি। সর্বোপরি বাইক্কা বিলে ঘটছে পরিবেশ বিপর্যয়। বিলের পরিবেশ রক্ষা ও অবাধ মাছ ধরা ঠেকানো গেলে এই অভয়াশ্রম বাঁচানো সম্ভব। বাইক্কা বিলের পরিবেশ রক্ষা করা গেলে আশপাশের পরিবেশও ভালো থাকবে। আর পরিবেশ রক্ষা করা না গেলে পরিবেশ বিপর্যয় ঠেকানো যাবে না। তাই এ ব্যাপারে বিল ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের সঠিক উদ্যোগ নেওয়া দরকার।
সাধন সরকার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।