Thank you for trying Sticky AMP!!

ভিক্ষুক

রাজধানী ঢাকা শহরে ভিক্ষুকের সংখ্যা ইদানীং অতিমাত্রায় বেড়ে গেছে। নানা সমস্যায় জর্জরিত ঢাকা শহরে বসবাস করা এমনিতেই অনেক ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে; তার ওপর প্রতিনিয়ত ভিক্ষুকদের অত্যাচারে রাজধানীতে পথচারীদের বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হচ্ছে। ভিক্ষুকেরা ভিক্ষা না পেলে প্রায়ই পথচারীদের কটু কথা বলে। অনেক সময় ভিক্ষুকেরা পথচারীদের জামাকাপড় ধরে টানাটানি করে। নারী পথচারীদের বেশি উৎপাত করে তারা। রাজনৈতিক নানা অস্থিতিশীলতা, কর্মবিমুখতা, দারিদ্র্য প্রভৃতি ভিক্ষাবৃত্তির অন্যতম প্রধান কারণ। এ ছাড়া বেশ কিছু অসাধু চক্র বিভিন্ন বয়সের সুস্থ-সবল লোকদেরও ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দিচ্ছে। তাদের কাছ থেকে তারা ভিক্ষার টাকার ভাগ পায়। এ কারণে ঢাকা শহরে এখন অসহনীয় মাত্রায় ভিক্ষুক বিরাজমান।
ভিক্ষাবৃত্তি অত্যন্ত নিচুমানের কাজ। ভিক্ষুকদের ভেতর এ বিষয়ে সরকারিভাবে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং কর্মক্ষমতাসম্পন্ন ভিক্ষুকদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া প্রকৃত পঙ্গু ব্যক্তি ও বয়স্কদের যেন ভিক্ষা করতে না হয়, সে জন্য তাঁদের ভাতা দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। সরকার দেশের বিপুলসংখ্যক কর্মক্ষমতাসম্পন্ন ভিক্ষুকদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে একদিকে যেমন দেশের উন্নয়ন সাধিত হবে, অন্যদিকে পরিশ্রমী জাতি হিসেবে বিশ্বে আমাদের সুনাম অব্যাহত থাকবে।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।