Thank you for trying Sticky AMP!!

মহাখালী বাস টার্মিনাল

রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালী বাস টার্মিনালটি যানজট এবং জনদুর্ভোগের প্রধান কারণ। তাই বর্তমান অবস্থান থেকে বাস টার্মিনালটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক। গত পবিত্র রমজান ও কোরবানির ঈদের আগে-পরে এবং প্রায় সময়ই টার্মিনালের ভেতরে নয়, রাস্তার ওপর শত শত বাস যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ক্ষেত্রে পুলিশের অবহেলা সত্যিই দুঃখজনক।
নগরের খুবই ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত মহাখালী বাস টার্মিনালটি একেবারে বেমানান। এ ধরনের গুরুত্বপূর্ণ সড়কের পাশে টার্মিনালটি অবস্থানের কারণে যানবাহন, যাত্রী, পথচারী ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভীষণ কষ্ট ও দুর্ভোগে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে ভেবে দেখা উচিত।
মাহবুব উদ্দিন চৌধুরী
বনানী, ঢাকা।