Thank you for trying Sticky AMP!!

রেজিস্ট্রেশন আইন

দলিল লেখার পর বিক্রেতা কর্তৃক দলিলের প্রতি পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে বিক্রেতার স্বাক্ষরদানকে দলিল সম্পাদন বলে। ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের ৪৭ নম্বর ধারা অনুযায়ী দলিল সম্পাদনের সময় থেকে একটি দলিল কার্যকর হবে, রেজিস্ট্রেশনের সময় থেকে দলিল কার্যকর হবে না। ফলে একই বিক্রেতা যদি একই ভূমি দুটি পৃথক দলিলের মাধ্যমে দুজন ক্রেতার কাছে বিক্রয় করেন, তবে যে দলিলটি প্রথমে সম্পাদিত হবে, তা বৈধ হবে ওই আইনের ৪৭ নম্বর শর্ত অনুযায়ী। স্ট্যাম্প ভেন্ডারের কাছ থেকে অন্যের নামে বিক্রি করা পুরোনো স্ট্যাম্প গোপনে সংগ্রহ করে পেছনের তারিখে দলিল লিখে ও সম্পাদন করিয়ে দুষ্ট লোকেরা দলিল তৈরি করে প্রথম ক্রেতার দলিল বাতিল করার সুযোগ গ্রহণ করেন ওই ৪৭ নম্বর ধারার আলোকে। ওই ৪৭ নম্বর ধারা ন্যায়বিচারের পরিপন্থী।
১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের ৪৭ নম্বর ধারা বাতিল করে ‘রেজিস্ট্রেশনের সময় থেকে দলিল কার্যকর হবে’ এই শর্ত যুক্ত করে আইন জারির উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করা হলো।
সাবরিনা ইয়াসমিন
পূর্ব কাজীপাড়া, কাফরুল, ঢাকা।