Thank you for trying Sticky AMP!!

ক্রাইম পেট্রোল

বাংলাদেশ সুন্দর, শান্ত ও সবুজ একটি দেশ। এখানে প্রায় দুই দশক ধরে হানাহানি, মারামারি, ছিনতাই হচ্ছে, এমনকি তুচ্ছ কারণে মানুষ মানুষকে নৃশংসভাবে মেরে ফেলছে। এদের হাত থেকে মায়ের পেটের শিশুটিও রেহাই পাচ্ছে না। এর জন্য কি আমরা শুধু অশিক্ষা বা আমাদের বেড়ে ওঠাকে দোষ দেব? নাকি অন্য কিছুর প্রভাবে এসব হচ্ছে?
তবে ভারতীয় টিভি চ্যানেলগুলোর ক্রাইম পেট্রোল জাতীয় টিভি সিরিয়াল অপরাধকে রূপময় করে তুলছে।
এসব সিরিয়ালে যেভাবে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের ব্যবহার ও মানুষ মারার কৌশল দেখানো হচ্ছে, তাতে মানুষের অপরাধপ্রবৃত্তি শক্তিশালী হচ্ছে। দেখাদেখি, আমাদের চ্যানেলগুলোও এসব দেখানো শুরু করেছে। ফলে সময় এসেছে, এসব অনুষ্ঠানের নির্মাতা ও যোগাযোগ বিশেষজ্ঞদের ভেবে দেখতে হবে, এগুলোর লক্ষ্য ও ফলাফল কী!
সিদ্দিকা ফেরদৌস
শিক্ষক, গাইবান্ধা।