Thank you for trying Sticky AMP!!

জলাভূমি রক্ষা করুন

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কমবেশি জলাভূমি রয়েছে। এসব জলাভূমিতে অনেক জীবের বসবাস। জলাভূমির গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল নই। আমাদের দেশ থেকে এসব জলাভূমি ক্রমেই হারিয়ে যাচ্ছে, লোপ পাচ্ছে আমাদের জীববৈচিত্র্য। জলাভূমি ভরাট করে গড়ে উঠছে বসতবাড়ি, মিল, চাতাল, কলকারখানা। ইতিমধ্যে ৬৮ শতাংশ জলাভূমি বিলীন হয়েছে বলে জানা গেছে।
জলাভূমি শুকনো মৌসুমে পানির স্তর ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এসব জলাভূমিতে বিভিন্ন প্রজাতির দেশি মাছ ও নানা ধরনের প্রাণী বাস করে। জলাভূমির বিভিন্ন প্রজাতির দেশি মাছ আমাদের পুষ্টির চাহিদা মেটায়। মাছের প্রজনন বৃদ্ধি করে। জলাভূমি থাকার কারণে আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলীন হওয়া থেকে রক্ষা পায়।
জলাভূমির গুরুত্ব সম্পর্কে আমাদের সবার জানা প্রয়োজন, জলাভূমি রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
মো. মকবুল হোসেন, রংপুর।