Thank you for trying Sticky AMP!!

ট্রেনের সময়

সকাল ৯টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা জয়দেবপুরগামী কমিউটার ট্রেন (যা ডেমু ট্রেন নামেই বেশি পরিচিত) অনেক দিন ধরেই সফলতার সঙ্গে চলাচল করছিল। আর সেই কারণে এই ট্রেনের ওপর নির্ভরযোগ্য হয়ে পড়েছিল তেজগাঁও, বনানী, গুলশানগামী প্রায় হাজারখানেক মানুষ। অফিস সময়ের ভেতরেই এয়ারপোর্ট পর্যন্ত প্রতিটি স্টেশনে সময়মতো থামার কারণে অফিসগামী মানুষ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এই ট্রেনটি ছিল আশীর্বাদস্বরূপ। কিন্তু হঠাৎ করেই ট্রেনটির সময়সূচি পরিবর্তন করার কারণে এই হাজারখানেক মানুষের জীবন অভিশপ্ত হয়ে পড়েছে।

এখন ১০টা ১৫ মিনিটে ট্রেনটি ছেড়ে আসায় অফিসগামীদের জন্য এটা অর্থহীন হয়ে পড়েছে। তাই অফিস ও বিশ্ববিদ্যালয়গামী মানুষদের চড়তে হচ্ছে বাস-সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন গণপরিবহনে, যা ইতিমধ্যে বিদ্যমান যানজট পরিস্থিতিকে আরও ভয়াবহ ও অসহনীয় করে তুলেছে। ১৫ থেকে ২০ মিনিটে যে পথটুকু ট্রেনে আসা যেত, সেটুকুর জন্য এখন সময় লাগছে দেড়-দুই ঘণ্টা, কখনো কখনো তার চেয়েও বেশি। কোন বিবেচনায় ট্রেনটির এই সূচি পরিবর্তন করা হলো, তা আমাদের বোধগম্য নয়। যেখানে আমরা শহরের মানুষের যাতায়াতের সময় কমাতে চাই, সেখানে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেনটি আগের সূচিতে ফিরিয়ে আনা হোক।

সজল সেনগুপ্ত, ঢাকা।