Thank you for trying Sticky AMP!!

ধর্ষকদের শাস্তি চাই

ধর্ষণ আমাদের সমাজের মারাত্মক এক ব্যাধি। প্রতিদিন কেউ না কেউ রাস্তাঘাটে, পার্কে ও কলেজে ধর্ষিত হচ্ছে। কিন্তু খবর বেরিয়েছে, ধর্ষণের ঘটনায় যত মামলা হয়, বিচার হয় তার ১০ ভাগের ১ ভাগের মতো। মেয়েদের চলাফেরাই কঠিন হয়ে গেছে, তারা স্কুল–কলেজে যেতে পারে না। পথের মধ্যে বখাটে ছেলেরা তাদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার চালায়, অশ্লীল কথাবার্তা বলে। গ্রামাঞ্চলে এই ভয়ে অনেক মেয়ে স্কুল–কলেজ ছেড়ে দেয়। আমাদের সবার উচিত, এসব বখাটেকে আইনের হাতে সোপর্দ করা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা।

সবচেয়ে বড় কথা হলো, পারিবারিক ও সামাজিক শিক্ষার মাধ্যমে ছেলেদের এই পথ থেকে দূরে রাখা। এটা ছাড়া ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। পাশাপাশি গণমাধ্যমেও যথাযথ শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করতে হবে। 

আশরাফুল কবির, বগুড়া।