Thank you for trying Sticky AMP!!

ধূমপান থেকে মাদকাসক্তি

ধূমপান মৃত্যুর কারণ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানে স্ট্রোক হয়। ধূমপান ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এই কথাগুলো ধূমপানকারীরা সবাই জানে, কিন্তু মানে না।

এই না মানাই জীবনের জন্য একদিন কাল হয়ে দাঁড়ায়। একজন ধূমপায়ী ধূমপানের নেশায় আসক্ত হয়ে মাদকাসক্তের দিকে চলে যায়। আর মাদকাসক্তি একটি জীবনকে অকালে ধ্বংস করে দিতে পারে। জীবন ধ্বংসকারী এই মাদককে দমন করার একটি পন্থা হলো ধূমপান থেকে বিরত থাকা। কারণ, মাদকে আসক্ত হওয়ার প্রথম ধাপ হলো ধূমপান করা।
যে জীবন ধূমপানমুক্ত, সে জীবন মাদকমুক্ত। ধূমপান ও মাদকাসক্ত মানুষ পরিবার, দেশ ও সমাজের কাজে আসে না। বরং তাদের জন্য অন্যদের ভুগতে হয়। সুস্থ সমাজে এটা প্রত্যাশিত নয়। তাই আসুন, ধূমপান ও মাদক সেবন বর্জন করি, ভালো থাকি।
মো. আজিনুর রহমান লিমন, নীলফামারী।