Thank you for trying Sticky AMP!!

পার্কিং সুবিধা

চট্টগ্রাম মহানগরের রাস্তাঘাট ও হাট-বাজার অবৈধ পার্কিংয়ের কারণে দখল হয়ে আছে। এ কারণে ৩০ ফুটের রাস্তা সরু হয়ে ২০ ফুট হয়ে যায়। নির্দিষ্ট পার্কিং স্পট না থাকায় সব জায়গায় এলোমেলোভাবে যানবাহন রাখার কারণে জনসাধারণকে হিমশিম খেতে
হচ্ছে। পার্কিং সংকটের কারণে ১৫ মিনিটের পথ শেষ হয় ৪৫ মিনিটে। যানজট চরম আকার লাভ করে।
শহর বা নগরের অধিকাংশ এলাকা এখন অবৈধ দখলে রয়েছে। পরিদর্শকেরা শুধু মাসিক প্রতিবেদন দাখিলেই সীমাবদ্ধ। দেনদরবার ছাড়া যেন কোনো অভিযোগেরই সুষ্ঠু সমাধান আসে না। কিন্তু স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের এত ভোগান্তির শিকার হওয়ার কথা ছিল না।
তাই নাগরিক হিসেবে আমাদের পরামর্শ হচ্ছে, যেকোনো নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে পার্কিং সুবিধা বাধ্যতামূলক করা হোক। ফলে আমাদের সময় বেঁচে যাবে, আর কাজের গতি বেড়ে যাবে। একটি সভ্য দেশে এমনটাই হওয়া উচিত।
শহিদ রাসেল
চট্টগ্রাম।