Thank you for trying Sticky AMP!!

বন্যার্ত মানুষের স্বাস্থ্য

বন্যার্ত মানুষের স্বাস্থ্যগত নিরাপত্তা নিয়ে বেশি করে ভাবা উচিত। বর্তমানে যেখানে বন্যা প্রকট আকার ধারণ করেছে, সেখানে খাওয়ার পানির সংকট দেখা দিয়ে দিয়েছে। খাওয়ার পানির গড়বড় হলে যেকোনো সময় ডায়রিয়া মহামারি আকার ধারণ করতে পারে। লাখ লাখ মানুষের অসহায়ত্বের সময় যদি কোনো রোগ মহামারি আকার ধারণ করে, তবে এই মানুষগুলোর আর কিছুই থাকবে না। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ফিটকিরির দ্রুত ব্যবস্থা করা প্রয়োজন। যেহেতু অনেক এলাকায় রান্না করা দুরূহ হয়ে পড়েছে, সেহেতু এসব এলাকায় পানি ফুটানো প্রায় অসম্ভব। এ জন্য ফিটকিরি সরবরাহ করলে পানি বিশুদ্ধকরণ সহজ হবে।

ডায়রিয়া দেখা দিলে দ্রুত খাবার স্যালাইন প্রয়োজন। এ জন্য ত্রাণ কার্যক্রমের সময় সব পরিবারকে অন্তত পক্ষে আট থেকে দশটি খাবার স্যালাইন দেওয়া প্রয়োজন। বন্যার্ত এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। রোগ–শোকের সময় গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে দুর্গত এলাকার কোনো স্কুল অথবা মসজিদে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প করা প্রয়োজন। সরকারের পাশাপাশি দেশের বড় বড় হাসপাতালেরও এগিয়ে আসা উচিত।

সাঈদ চৌধুরী, গাজীপুর।