Thank you for trying Sticky AMP!!

বেসরকারি মেডিকেল

২০১৪-১৫ সেশনে যেসব ছাত্রছাত্রী বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, তাঁদের এককালীন ভর্তি ফি সর্বমোট ১৪ লাখ ৫০ হাজার টাকা এবং মাসিক বেতন সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা বেসরকারি মেডিকেল কলেজগুলো অক্ষরে অক্ষরে পালন করছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ২০১৪-১৫ সেশনের আগে অর্থাৎ ২০১২-১৩ ও ২০১৩-১৪ সেশনে যেসব ছাত্রছাত্রী ভর্তি হয়েছিলেন, তাঁদের কাছ থেকে কোনো কোনো মেডিকেল কলেজ পূর্বনির্ধারিত হারে বেতন আদায় করছে। বোঝার ওপর শাকের আঁটির মতো কলেজগুলো প্রতিবছর সেশন চার্জের নামে ৭৫ হাজার টাকা আদায় করছে, যা মধ্যবিত্ত অভিভাবকের পক্ষে বহন করা খুবই কঠিন।
আগের সেশনের ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্তমান হারে বেতন আদায় করার ব্যাপারে নির্দেশনা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুস সালাম
ঢাকা।