Thank you for trying Sticky AMP!!

ব্রাজিলের গম খাব না

দেশের খাদ্যসমস্যা মোকাবিলা করার জন্যই খাদ্য আমদানি করা হয়। কিন্তু সেই খাদ্য আমদানি করে যদি খাওয়ার জন্য বা কোনো প্রতিষ্ঠানকে গ্রহণের জন্য হাইকোর্টের রুল জারি করতে হয়, তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে। আমাদের খাদ্য মন্ত্রণালয় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে আমরা স্তম্ভিত।
কারণ, আমরা বাজেটে দ্রব্যের মূল্য অনেক বেশি ধরে কেন কম মূল্যে নিম্নমানের গম আমদানি করি। যদি কম মূল্যের দ্রব্যাদিই আমদানি করব, তাহলে কেন বাজেটে উচ্চমূল্য নির্ধারণ করি, শুধুই কি মন্ত্রীদের পকেট মোটা করার জন্য? সমস্যা হলো, যে বা যারা খাওয়ার অনুপযোগী গম আমদানি করল, তারা ধরাছোঁয়ার বাইরেই রইল। এমনকি এটা যে ভুল, তা-ও যেন সংশ্লিষ্টরা স্বীকার করতে রাজি নয়। এই অস্বীকারের সংস্কৃতি ভালো লক্ষণ নয়।
যে গম খাওয়ার উপযোগী কি না, তা নির্ধারণ করার জন্য এত বিতর্ক করতে হয়, সেই গম আমাদের না খাওয়াই ভালো। দুনিয়াতে গমের নিশ্চয়ই এত অভাব পড়েনি। সরকার কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় রইলাম।
মো. ইকবাল হোসেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।