Thank you for trying Sticky AMP!!

যত্রতত্র কোচিং সেন্টার

প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই দেশে নানা চাকচিক্যময় বিজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিমূলক বিভিন্ন কোচিং সেন্টারের আবির্ভাব ঘটে। একজন শিক্ষার্থী স্বভাবতই তখন কোচিং সেন্টারের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে।
যত্রতত্র এসব কোচিং সেন্টার নানাভাবে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লাগামহীন ফি নেয়। কিন্তু এটা যেন দেখার কেউ নেই। কোচিং সেন্টারগুলো যাতে স্বেচ্ছাচারী হতে না পারে, সরকারকে সেদিকে যথেষ্ট নজর দিতে হবে।
অনেক শিক্ষার্থীই মনে করেন, কোচিংয়ের দেওয়া শিট বা প্রশ্নগুলো থেকেই ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। কোচিং না করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হবে না। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে যে ভীতি কাজ করে, তা দূর করতে হবে।
এখন আবার অনেক কোচিং সেন্টার নানা দুই নম্বরী করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করে থাকে। তাই একদিকে যেমন আমাদের মনোভাব বদলাতে হবে, তেমনি অন্যদিকে সরকারকেও নজরদারি বাড়াতে হবে।
মো. আবু তাহের মিয়া, পীরগঞ্জ, রংপুর।