Thank you for trying Sticky AMP!!

রংপুর মেডিকেল

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াশ রুমের পরিবেশ দেখে যে কেউ বিস্মিত হবেন।

শুধু ওয়াশ রুমেই নয়, রোগীদের বেডরুমের অবস্থাও অস্বাস্থ্যকর। ওয়াশ রুমের প্রবেশপথে ময়লার স্তূপ রয়েছে। যেখানে রয়েছে বিপজ্জনক ইনজেকশনের সিরিঞ্জ, ইনজেকশনের অ্যাম্পুলের ভাঙা কাচের বোতল। এই ময়লার স্তূপ ডিঙিয়ে ওয়াশ রুমে যেতে হয়। এতে জুতার পাড়ায় কাচ ভেঙে যায়। এমনকি জুতার নিচে কাচ আটকে থাকে।

ওয়াশ রুমের ভেতরের অবস্থা আরও নাজুক। দরজার ভেতরে লক (ছিটকিনি) নেই। এ ছাড়া টয়লেটের ভেতরের ট্যাপ নেই। ২৪ ঘণ্টাই পানি পড়ছে। হাজার হাজার লিটার পানি বিনা কারণেই নষ্ট হচ্ছে। তবু দেখার কেউ নেই। অন্যদিকে রোগীদের বেডরুমের ফ্লোরে পানি জমে যাচ্ছে।

কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নার্স ও ওয়ার্ড বয়দের বললে তাঁরা জবাব দেন, এটা তাঁদের বিষয় নয়। আয়া ও পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের ফোন ধরেন না। এভাবেই চলছে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের ৪ নম্বর ওয়ার্ড। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আজিনুর রহমান

নীলফামারী।