Thank you for trying Sticky AMP!!

স্মার্ট কার্ড সংরক্ষণ

স্মার্ট কার্ড যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২ অক্টোবর নাগরিকদের উন্নত মানের পরিচয়পত্র প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সব নাগরিকের হাতে তুলে দেওয়া হবে স্মার্ট কার্ড। ২০১৭ সালের মধ্যেই নয় কোটি নাগরিক স্মার্ট কার্ড হাতে পাবে। এই স্মার্ট কার্ডে অনেক রকমের সেবা লাভ করা যাবে। সুতরাং জীবনের চলার পথ সুগম করতে স্মার্ট কার্ড অতীব গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করুন।

মো. জাকিরুল আলম

ময়মনসিংহ।