Thank you for trying Sticky AMP!!

সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত অন্যের আমন ধান ঝাড়াই করেন মনোয়ারা বেগম। এতে দুপুরের খাবারের সঙ্গে পারিশ্রমিক পান ২০০ টাকা। গৌড়িঘোনা, কেশবপুর, যশোর। ২৮ নভেম্বর ২০২০

ধান কাটা উৎসব

অগ্রহায়ণ মাস। দেশজুড়ে চলছে নবান্ন উৎসব। ধান কেটে বাড়ি নিতে কৃষিশ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন। বাড়ির উঠানে চলছে মাড়াইয়ের কাজ। করোনার এই মহামারিতে আশানুরূপ ধান পেয়ে কৃষকেরা দারুণ খুশি। ঘরে ঘরে এখন নবান্নের আনন্দ। সাজ সাজ রব পাড়াগাঁয়ে। সারা দেশ থেকে ফটোসাংবাদিকদের ক্যামেরায় তারই চিত্র।

চট্টগ্রামের গুমাই বিলে চলছে ধান কাটার। পাকা ধানের গন্ধে ম-ম করছে পুরো এলাকা। ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত শ্রমিকেরা। গুমাই বিল, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ২৮ নভেম্বর ২০২০
আমন ধান কেটে মাড়াই শেষে ডালায় করে ধানের উচ্ছিষ্ট বাছতে ব্যস্ত চাষিরা। ঠাকুরছড়া, খাগড়াছড়ি। ২৮ নভেম্বর ২০২০
সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত অন্যের আমন ধান ঝাড়াই করেন মনোয়ারা বেগম। এতে দুপুরের খাবারের সঙ্গে পারিশ্রমিক পান ২০০ টাকা। গৌড়িঘোনা, কেশবপুর, যশোর। ২৮ নভেম্বর ২০২০
ধান কেটে বাড়িতে এনে বাড়ির উঠানে মেশিনে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন কৃষক। গোবিন্দপুর, ফরিদপুর। ২৬ নভেম্বর ২০২০
তিস্তা নদীর চরাঞ্চলে আমন ধানের ফলন ভালো হয়েছে। দুর্গম চর থেকে সেই ধান ঘোড়ার গাড়িতে করে বাড়িতে আনছেন কৃষক। মর্নেয়া, গঙ্গাচড়া, রংপুর। ২৬ নভেম্বর ২০২০
শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে আমন ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মাইসছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি। ২০ নভেম্বর ২০২০
পাকা ধান হাতে কৃষকের হাসিমুখ। বিহিগ্রাম মাঠ, আদমদীঘি, বগুড়া। ২৬ নভেম্বর ২০২০
পাহাড়েও লেগেছে নবান্নের ধুম। আমন ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পল্টনজয়পাড়া, খাগড়াছড়ি। ২৬ নভেম্বর ২০২০
ধান কেটে বাড়িতে আনার পর মেশিনে মাড়াই করে সংগ্রহ করছেন এক কৃষক। রশিদপুর, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ। ২৭ নভেম্বর ২০২০
শীতের সকালে চাতালে সেদ্ধ ধান শুকাচ্ছেন এক নারী। ডাঙ্গাপাড়া, সদর উপজেলা, পঞ্চগড়। ২৪ নভেম্বর ২০২০
ঘরে ওঠা নতুন ধান নিয়ে এখন ব্যস্ত কিষান-কিষানি। মাড়াই, উড়ানো, সেদ্ধ ও শুকানোর কাজে দিন পার করেছেন তাঁরা। মালিগাছা, পাবনা। ২৩ নভেম্বর ২০২০
খেত থেকে ধান কাটার পর ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করছেন দুই নারী। ভাসানচর, ফরিদপুর। ২২ নভেম্বর ২০২০