Thank you for trying Sticky AMP!!

জাবিতে ‘হিম উৎসব’

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উদ্‌যাপিত হলো ‘হিম উৎসব’। শীতকে বরণ করতে শিক্ষার্থীদের সংগঠন ‘পরম্পরায় আমরা’ প্রতি শীতে এ আয়োজন করে থাকে। তবে করোনার কারণে গত তিন বছর উৎসব হয়নি। এবার এ উৎসবের স্লোগান ছিল ‘রূপান্তরের যাত্রাপথে শেকড় হোক সঙ্গী’। গত মঙ্গলবার থেকে তিন দিনের এ আয়োজনে ভাবগানের আসর, বহস্বরের গান, কবিগান, লাঠিখেলা নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজন ছিল। এবার ‘হিম উৎসব’ উৎসর্গ করা হয় নির্মাণশ্রমিক শাহের আলীসহ ‘কাঠামোগত’ হত্যাকাণ্ডের শিকার সব শ্রমিককে। উৎসবমুখর এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সবার জন্য উন্মুক্ত ছিল।

ছবিগুলো বুধবার তোলা। তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী আশরাফুল আলম।

উৎসবের জন্য সাজানো হচ্ছে মঞ্চ।
শিল্পী ফারিয়া খানমের ‘সত্তার প্রতিফলন’ শীর্ষক পারফরম্যান্স আর্ট
শিল্পী আফসানা হাসানের ‘হোয়্যার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার গন’ শীর্ষক পারফরম্যান্স আর্ট।
‘ধর্ষণ’ শিরোনামে নিজের পারফরম্যান্স আর্ট প্রদর্শন করছেন শিল্পী অমিতাভ সরকার।
খেলা দেখাচ্ছেন দুই লাঠিয়াল।
খেলা দেখার আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা।
বাদ্যের তালে তালে চলছে লাঠিখেলা।
দুই হাতে লাঠি ঘোরাচ্ছেন এক লাঠিয়াল।
মাটিতে বসে লাঠিখেলা দেখছেন দর্শকেরা।
‘অস্তিত্বের সন্ধান’ শীর্ষক নিজের পারফরম্যান্স আর্ট প্রদর্শন করছেন শিল্পী সুমন বিশ্বাস।
পারফরম্যান্স আর্ট প্রদর্শনের সময় ছবি তুলছেন অনেকেই।
সন্ধ্যায় বসে কবিগানের আসর।