Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামের কনটেইনার ডিপো

দেশের বিভিন্ন জেলার কারখানায় তৈরি করা হয় রপ্তানি পণ্য। এই পণ্য কারখানা থেকে কাভার্ড ভ্যানে আনা হয় চট্টগ্রামের কনটেইনার ডিপোগুলোয়। ডিপোতে আনার পর গাড়ি থেকে রপ্তানি পণ্য প্রথমে ছাউনি বা শেডে নেওয়া হয়। ছাউনি থেকে বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী খালি কনটেইনারে সাজিয়ে রাখা হয়। কাস্টমসের শুল্কায়ন শেষে কনটেইনার সিলগালা করে দেওয়া হয়। রপ্তানি পণ্যবাহী কনটেইনারগুলো ডিপো থেকে গাড়িতে বন্দর নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। রপ্তানি পণ্যের মোট ৮৯ শতাংশই চট্টগ্রামের এসব ডিপোর মাধ্যমে এভাবে ব্যবস্থাপনা করা হয়। চট্টগ্রামে এমন ডিপোর সংখ্যা ২০। এসব ডিপোতে কাজ করেন প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী। ডিপোর এই সম্প্রতি তোলা ছবি নিয়ে এবারের ছবির গল্প।

চট্টগ্রাম বন্দরে কনটেইনারের সারি।
সারিবদ্ধভাবে রাখা কনটেইনারে একটি অংশ।
কনটেইনারে তোলা হচ্ছে পণ্য।
রপ্তানি পণ্য রাখা হয়েছে ছাউনি বা শেডে।
গাড়ির মাধ্যমে সাজিয়ে রাখা হচ্ছে কনটেইনার।
মেরামত করা হচ্ছে একটি কনটেইনার।
ডিপোর দুই পাশে সারিবদ্ধভাবে রাখা কনটেইনার।
পণ্য তোলার জন্য রাখা ট্রাক।
কাভার্ড ভ্যান থেকে নামানো হচ্ছে পণ্য।
অনেক উঁচুতেও সারিবদ্ধভাবে রাখা হয় কনটেইনার।
কয়েকটি স্তরে সাজিয়ে রাখা কনটেইনার।
সাজিয়ে রাখা কনটেইনারে বেশ উঁচুতে ঝুঁকিপূর্ণভাবে কনটেইনার পরিষ্কার করছেন একজন শ্রমিক।
একটি কনটেইনার থেকে নামানো হচ্ছে পণ্য।
ডিপোতে থাকা বিভিন্ন খাদ্য খেতে আসে হাজারো কবুতর।