Thank you for trying Sticky AMP!!

মেট্রোরেলের নতুন স্টেশন

দেশে প্রথম মেট্রোরেল চালু হয় গত ২৮ ডিসেম্বর। প্রায় এক মাস পর আজ সকাল আটটায় মিরপুরবাসীর জন্য খুলে দেওয়া হলো পল্লবী স্টেশন। উত্তরা ও আগারগাঁও স্টেশনের পর এই স্টেশন খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। এত দিন দুটি স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারতেন। আজ থেকে পল্লবী স্টেশনে ট্রেন থামতে শুরু করেছে। এখন থেকে উত্তরা থেকে পল্লবী হয়ে আগারগাঁও আসবে মেট্রোরেল।

মেট্রোরেলের পাশ কীভাবে ব্যবহার করতে হয়, দেখাচ্ছেন স্বেচ্ছাসেবক।
টিকিট কাটার পর যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
পল্লবী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।
পল্লবী স্টেশন থেকে আগারগাঁও যাচ্ছে মেট্রোরেল।
পল্লবী থেকে উত্তরা স্টেশনে যাওয়ার জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।
নতুন স্টেশনে এসে স্মৃতি ধরে রাখতে সেলফি তুলছেন চার বন্ধু।
পল্লবী স্টেশন থেকে আগারগাঁও যাচ্ছে মেট্রোরেল, অল্প সময়ের এই যাত্রায়ও সেলফি তুলতে ভুল করেন না যাত্রীরা।
মেট্রোরেলের এক বগি কাচের ভেতর দিয়ে দেখা আরেক বগি।
পল্লবী স্টেশন ছেড়ে যাচ্ছে মেট্রোরেল।
পল্লবী এলাকায় দেখা যায় দুটি মেট্রোরেল একসঙ্গে। একটি পল্লবী যাচ্ছে, অন্যটি আগারগাঁও।