Thank you for trying Sticky AMP!!

প্রথম আলো ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শীত নিবারণে ২০০ মানুষকে আজ সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে কম্বল দেওয়া হয়।
বিতরণের কম্বলের বস্তা খোলা হচ্ছে। অপেক্ষায় কম্বলপ্রত্যাশী ব্যক্তিরা
আবুল কাশেমের দুটি হাত নেই। আয়ের পথ বলতে গলায় ঝোলানো কাপড়ের ব্যাগ নিয়ে ভিক্ষা করা। কম্বলটি তাঁর খুব প্রয়োজন ছিল
কম্বল পেয়েছেন কেউ, আবার কেউ আছেন অপেক্ষায়
মেয়ে রাজিয়া প্রতিবন্ধী। সঙ্গে রয়েছেন মা মাজেদা। তাঁরা দুজনেই পেয়েছেন দুটি কম্বল
কম্বল পেয়ে বাড়িতে ফিরছেন
শতবর্ষী কোনাই মোড়লকে প্রথম আলোর দিলিপ মোদক কম্বল পরিয়ে দিলে তাঁর মুখে ফুটে ওঠে হাসি
পাওয়া কম্বলটি যত্নে নিয়ে বাড়ির পথে এক বৃদ্ধা
কোনাই মোড়ল যে কম্বলটি পেয়েছেন, তা নিয়ে হেঁটে বাড়ির পথ ধরেছেন
প্রতিবন্ধী রাজিয়া চলতে পারে না। তাই কম্বল ও রাজিয়াকে নিয়ে ভ্যানে মা মাজেদা চলেছেন বাড়ির দিকে