Thank you for trying Sticky AMP!!

বগুড়া সদর উপজেলার চক মিটুন গ্রামের সাতবিলা মাঠে প্রখর রোদে কাজ করতে করতে ক্লান্ত কৃষক আবদুল মতিন। পথের পাশে অগভীর নলকূপের পানিতে তাই ভিজিয়ে নিচ্ছেন গলা

গরমে হাঁসফাঁস

তাপপ্রবাহের কারণে মাঝ চৈত্রতেই গরমে হাঁসফাঁস অবস্থা দেশে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরে এই পর্যন্ত সর্বোচ্চ। দাবদাহ আরও কয়েক দিন চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গরমের সঙ্গে নানা ধরনের অসুস্থতাও বেড়েছে রংপুরে। এতে শিশুরাই ভুগছে বেশি। গঙ্গাচড়ার ইচলি এলাকার বাসিন্দা তাহেরা বেগম প্রখর রোদের মধ্যেই অসুস্থ সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন
বগুড়া সদর উপজেলার চক মিটুন গ্রামের সাতবিলা মাঠে প্রখর রোদে কাজ করতে করতে ক্লান্ত কৃষক আবদুল মতিন। পথের পাশে অগভীর নলকূপের পানিতে তাই ভিজিয়ে নিচ্ছেন গলা
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা অন্য প্রাণীদেরও। তপ্ত দুপুরে পানির ট্যাংকের পাইপে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টায় থাকা বানর দুটি ক্যামেরায় ধরা পড়েছে গতকাল সিলেট নগরের গোয়াইটুলা এলাকায়
গরমে বেড়েছে পানির তৃষ্ণা। কুমিল্লা নগরের কান্দিরপাড়ে লেবু-বরফের শরবতের দোকানে কাটতিও বেড়েছে। অস্বাস্থ্যকর হলেও তাতেই তৃষ্ণা মেটাচ্ছেন অনেকে
ক্লান্ত কৃষক আবদুর রব শেখ কাজের ফাঁকে তৃষ্ণা মেটাচ্ছেন খেতের পাশে বসে। ফরিদপুর সদর উপজেলার হাবিল মাতুব্বরের ডাংগী এলাকা থেকে তোলা
প্রখর রোদের আঁচ থেকে কোলের শিশুটিকে বাঁচিয়ে নিয়ে চলছেন এক মা। দেশের মধ্যাঞ্চলের ফরিদপুরেও চলছে গরমের তীব্রতা
বেড়েছে গরম, স্বস্তি পেতে খুলনা নগরে সড়কের পাশে জমে থাকা পানিতে ভিজছে দোয়েল পাখিটি