Thank you for trying Sticky AMP!!

শরতের এই শুভ্রখেলায় কাশবনের ছোঁয়ায় চাঁদও যেন সেজেছে শুভ্র সাজে

গোধূলির গান

দিন শেষে ঝিমিয়ে পড়ে নগরজীবনের ব্যস্ততা। শান্ত প্রকৃতিতে তখন বেজে ওঠে গোধূলির গান। বিদায়বেলার এই রাগিণীতেও রয়েছে স্নিগ্ধ মায়া। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৩০০ ফুট রাস্তা ধরে বালু নদে গিয়ে যেন মিশেছে সে মায়া।

গোধূলির আকাশে নানা রঙের কারুকাজ
দিন শেষে ম্লান আলোতে কী যে মায়া
সন্ধ্যার ছায়া নেমেছে শরতের কাশবনে
বালু নদে বাড়িমুখো যাত্রীদের পারাপার
নদের জলে আলো–আঁধারের খেলা
সাঁঝের মায়া লুটিয়ে পড়েছে নদের নিস্তরঙ্গ জলে