Thank you for trying Sticky AMP!!

এ বছর আমের দাম তুলনামূলক কম। বিক্রিও ভালো। ব্যবসায়ীরা আম বিক্রি করে খুশি

ছবির গল্প (আম)

দেশে সবচেয়ে বেশি উৎপাদিত ফল আম। আমের পরে রয়েছে কাঁঠাল ও কলা
মে মাসের মাঝামাঝিতে বাগান থেকে আম পাড়া শুরু হয়। পরিপক্ব আম পাড়া নিশ্চিত করতে প্রতিবছর সময়সূচি নির্ধারণ করে দেয় স্থানীয় প্রশাসন
সাধারণ সাতক্ষীরার আম আগে পাড়া হয়। এ বছর সেখানে গত ২১ মে হিমসাগর আম পাড়া শুরু হয়। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের আমও বাজারে আসতে শুরু করেছে।
আমের মৌসুমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের হাটগুলো জমজমাট হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফড়িয়ারা গিয়ে সেখান থেকে আম কেনেন
রাজশাহী থেকে আম পরিবহনে রেলওয়ের চালু করা বিশেষ ‘ম্যাংগো ট্রেন’ এবার বেশ জনপ্রিয়তা পেয়েছে। ১০০ কেজি আম পরিবহনে সেখানে খরচ ১৩৫ টাকা, যা বেসরকারি কুরিয়ারে দেড় হাজার টাকার মতো
‘ম্যাংগো ট্রেনে’ পরিবহনের জন্য আম এনে জড়ো করা হয়েছে
অবশ্য ব্যবসায়ীদের ‘ম্যাংগো ট্রেন’ বিশেষ কাজে লাগে না। বিপুল পরিমাণে আম পরিবহনে তাঁদের ভরসা ট্রাক
ঢাকাসহ দেশের শহরগুলোতে ফলের দোকানে আধিপত্য এখন আমের। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী পেশা হিসেবে বেছে নিয়েছেন আম বিক্রিকে
এ বছর আমের দাম তুলনামূলক কম। বিক্রিও ভালো। ব্যবসায়ীরা আম বিক্রি করে খুশি
দেশে নতুন নতুন জাতের আমগাছ লাগানো হচ্ছে। খাগড়াছড়িতে এ বছর ফলেছে জাপানের মিয়াজাকি বা সূর্যডিম আম। প্রতি কেজির দাম এক হাজার টাকা