Thank you for trying Sticky AMP!!

ছোটদের বড়দের বর্ণমেলা

বরাবরের মতো এবারও সার্ফ এক্সেল-প্রথম আলোর উদ্যোগে হয়ে গেল বর্ণমেলা। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মেলার আয়োজন করা হয়। চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
ঢাকার বর্ণমেলায় এসে নাগরদোলায় তরুণীরা। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা। ছবি: আশরাফুল আলম
সকালে রাজশাহীতে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক মামুন হুসাইনসহ অনেকে। রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজ, রাজশাহী। ছবি: শহীদুল ইসলাম
মঞ্চে খুদে শিল্পীদের সমবেত গান পরিবেশন। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা। ছবি: সুমন ইউসুফ
‘অ’-তে গড়াগড়ি! সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা। ছবি: আশরাফুল আলম
শিশুরা মনের মতো করে সাজিয়ে তাদের মাতৃভাষার বর্ণ। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
ওরা তিনজন! সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা। ছবি: আশরাফুল আলম
বর্ণমেলায় হলো হাতেখড়ি। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
শিশুদের কণ্ঠে দেশের গান। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা। ছবি: সুমন ইউসুফ
এভাবেই ছোটদেরকে বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বড়রা। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা। ছবি: আশরাফুল আলম
বর্ণমেলায় ঘুরছে আনন্দের নাগরদোলা। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
যেদিকেই চোখ যায়—রং আর রং। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ