Thank you for trying Sticky AMP!!

তিন সিটির নির্বাচন

এক ভোটারের আঙুলে ভোট দেওয়ার প্রমাণ হিসেবে অমোচনীয় কালি লাগিয়ে দিচ্ছেন নির্বাচন কর্মকর্তা। রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ঝেরঝেরীপাড়া, সিলেট, ৩০ জুলাই। ছবি: আবদুস সালাম
সিলেটে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বিজিবির টহল। ঝেরঝেরীপাড়া, সিলেট, ৩০ জুলাই। ছবি: আবদুস সালাম
সকালের দিকে সিলেটে ভোটকেন্দ্রগুলোতে ছিল নারী ভোটারদের সরব উপস্থিতি। তেরো রতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপশহর, সিলেট, ৩০ জুলাই। ছবি: শুভ্র কান্তি দাশ
সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দরজা বন্ধ করে ব্যালট পেপারে সিল মারছিল একদল তরুণ। পরে পুলিশ দরজা ভেঙে তাদের আটক করে। সিলেট, ৩০ জুলাই। ছবি: আবদুস সালাম
সিলেটে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। নানা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ঝেরঝেরীপাড়া, সিলেট, ৩০ জুলাই। ছবি: আবদুস সালাম
স‌িলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নগরের কালীঘাট এলাকায় সরকারি পাইলট স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন। ফলাফল যা-ই হোক, তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সকাল পৌনে নয়টা। ছবি: আনিস মাহমুদ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে কাউন্সিলর পদে দুই প্রার্থীর কর্মীদের উত্তেজনায় পৌনে এক ঘণ্টা ভোট নেওয়া বন্ধ থাকে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ব্যালট পেপার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ছবি: শুভ্র কান্তি দাস
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাজশাহীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্র, রাজশাহী, ৩০ জুলাই। ছবি: দীপু মালাকার
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল প্রিসাইডিং কর্মকর্তার কাছে ইসলামীয়া ভোটকেন্দ্রের ব্যালটের হিসাব চেয়েছেন। তাঁর অভিযোগ-ওই কেন্দ্রে মেয়র প্রার্থীর ব্যালট শেষ হয়ে গেছে। এই অভিযোগে তিনি কেন্দ্রের বাইরে অবস্থান নেন। ছবি: শিশির মোড়ল
ভোট দিচ্ছেন বরিশালের বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার। সকালে তিনি এই কেন্দ্রের একটি বুথে ভোট দিতে নিজের ভোটার নম্বর বলতে পারায় ফিরে আসতে হয়েছিল। পরে ভোটার নম্বর সংগ্রহ করে ঠিক বুথে গিয়ে ভোট দেন। পরে অবশ্য তিনি নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন। সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি: সাইফুল ইসলাম
বরিশালে ভোট দেওয়ার পর বিজয়ের ব্যাপারে আশাবাদী হয়ে ‘ভি’ চিহ্ন দেখান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগরের বরিশাল কলেজ কেন্দ্র, ৩০ জুলাই। ছবি: সাইয়ান
বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার ভোট দিতে বেশি সময় নিলে কেন্দ্রের বাইরে উত্তেজনার সৃষ্টি করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়। ছবি: সাইফুল ইসলাম
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডে দুই সাধারণ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সকালে হাতাহাতির ঘটনা ঘটে। নগরের ফারিহা কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্র, ৩০ জুলাই। ছবি: সাইয়ান
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট দিচ্ছেন একজন ভোটার। ব্রজমোহন কলেজ কেন্দ্র, বরিশাল নগর, ৩০ জুলাই। ছবি: সাইয়ান