Thank you for trying Sticky AMP!!

দেশীয় কুড়কুড়ে

বিদেশি বিভিন্ন স্ন্যাকসের দাপটে হারাতে বসেছে আমাদের দেশীয় নানা রকমের মুখরোচক কুড়কুড়ে খাবার। দেশীয় মিষ্টি খাবারের একটি কদমা। প্রতি কেজি কদমার দাম ১৬০ টাকা। শাহজাদপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
প্রতি কেজি ঝাল স্বাদের মনাক্কার দাম ১২০ টাকা। শাহজাদপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
চিনিতে মাখামাখি নারকেলের চিরল চিরল টুকরা। প্রতি কেজির দাম ৩০০ টাকা। শাহজাদপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
চিনির শিরায় ভাজা চিনা বাদাম ছড়িয়ে দিয়ে তৈরি করা হয় বাদামি। দাম প্রতি কেজি ২০০ টাকা। শাহজাদপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
নকুল দানা হলো ‘চিনির শিরায় পাক দেওয়া বড় দানার মতো মিষ্টান্ন বিশেষ’। প্রতি কেজির দাম ১৬০ টাকা। শাহজাদপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
নিমকি সবার কাছে পরিচিত। স্ন্যাকস হিসেবেও দারুণ। এক কেজি নিমকির দাম পড়বে ১২০ টাকা। শাহজাদপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
একসময় মিষ্টিমুখ করাতে বাতাসা ছিল প্রথম পছন্দ। প্রতি কেজি বাতাসার দাম ১৬০ টাকা। শাহজাদপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
প্রতি কেজি মিষ্টি স্বাদের মনাক্কার দাম ১২০ টাকা। শাহজাদপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম