Thank you for trying Sticky AMP!!

নাগরিক ছবি (২০ জুলাই, ২০২০)

শিকার। কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২০ জুলাই। ছবি: ফরিদ উদ্দিন আজমানী
সম্প্রতি বন্যায় প্লাবিত হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। দুকূল উপচে পড়া যমুনা নদীতে মাছ ধরার আনন্দে মেতেছে এই কিশোর। ছবিটি ১৯ জুলাই তোলা। ছবি: অনিক আহমেদ
কবির ভাষায়, ‘আকাশ জুড়ে নীলের ছায়া, রোদ মাখানো নিজের মায়া; আকাশ জুড়ে মেঘের ছায়া, সবকিছু যেন ছন্নছাড়া!’ ছন্নছাড়া পরিবেশে চলনবিলের আকাশে সূর্য ডোবার সময় হয়ে আসছে। নীল আকাশটাও সেজেছে অপরূপ সাজে। তারই সঙ্গে জেলেদের বাড়ি ফেরার সময়টাও ঘনিয়ে আসছে। তারাও ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের কাজে। চলনবিল, সিংড়া, নাটোর, ১৯ জুলাই। ছবি: আবু তালহা আকাশ
বর্ষার জনজীবনের অন্যতম প্রধান অনুষঙ্গ নৌকা। শিবচর, মাদারীপুর, ২০ জুলাই। ছবি: অনয় দাস
নদীর নাম জয়ন্তী। এপারের সঙ্গে ওপারের সংযোগ স্থাপন করেছে নবনির্মিত সেতুটি। সেতুর সড়ক আর সূর্যাস্তের দৃশ্যের মনমাতানো কম্বিনেশন সৃষ্টি করেছে এক অপরূপ সৌন্দর্য। ডামুড্যা, শরীয়তপুর, ১৯ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
তপ্ত দুপুরে কুশিয়ারা নদী। ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২০ জুলাই। মো. আব্দুস সালাম
শিশুর হাসি। কচুরিপানার ফুল পেয়ে এত খুশি শিশু আহমাম জিন্দানী যায়ান। ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২০ জুলাই। ছবি: ফরিদ উদ্দিন আজমানী
বন্যায় জীবন থেমে নেই। চর চরিতাবাড়ী এলাকা, সুন্দরগঞ্জ উপজেলা, গাইবান্ধা, ১৯ জুলাই। ছবি: নাম আল আমিন।
বর্ষার স্নানে স্নিগ্ধ প্রকৃতি এবং আমাদের দেশি সৌন্দর্য। আহা! বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ১৯ জুলাই। ছবি: মো. ফজলে রাব্বী মিলন
ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার কজন স্বেচ্ছাসেবক কাদা মাড়িয়ে দুগ্ধপোষ্য শিশুর ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছেন। করোনাকালেও লাগাতারভাবে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। ২০ জুলাই। ছবি: মামুন সোহাগ
কুশিয়ারা নদী বর্ষার পানিতে টলমল। ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২০ জুলাই । ছবি: মো. আব্দুস সালাম
‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?’ চাঁদ দেখে কবি যতীন্দ্রমোহন বাগচীর ‘কাজলা দিদি’ কবিতাটির কথা মনে পড়ছে। ঢালিকান্দি গ্রাম, শরীয়তপুর, ১৯ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
‘গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরি কর সুখের পরিবেশ’ স্লোগানকে সামনে রেখে ভোলার সামাজিক সংগঠন ‘ভোলা মানবকল্যাণ যুব সংঘ’ আলীনগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারাসহ বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করা হয়। সোমবার (২০ জুলাই) ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল মহাবিদ্যালয়ের প্রসঙ্গে দেশীয় বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: মো. আরিফ