Thank you for trying Sticky AMP!!

নাগরিক ছবি (৩ জুলাই, ২০২০)

দুরন্ত শৈশব! মেঘনা নদীর ছোট্ট একটি শাখানদী। নদীর পারে বাড়ি। বাড়ির ছোটদের এই নদীতেই সাঁতার শেখা, মাছ ধরার প্রশিক্ষণটাও এখানেই। শিশুদের এই দুরন্তপনায় মাছ পাওয়া না–পাওয়ার চেয়ে নির্ভেজাল আনন্দটাই যেন বড়। আবহমান গ্রাম-বাংলার প্রান্তিক এই চিত্র থেকেই কেউ কেউ হয়তো বড়বেলায় হয়ে উঠবে ‘কুবের মাঝি’! আড়াইসিধা ঘাটকুল, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২। ছবি: মাহফুজ কিশোর
গ্রাম্য ঐতিহ্য ডারকি দিয়ে মাছ শিকারে বেরিয়েছে একদল মানুষ। বর্ষার নদীতে এখন নতুন পানি। মাছও আছে বেশ। হাতীবান্ধা, লালমনিরহাট, ২ জুলাই। ছবি: তাজওয়ার আহমেদ তনয়
কুমড়ো ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। এভাবে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহের মাধ্যমে পরাগায়ন ঘটিয়ে ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে থাকে এরা। আউটধার গ্রাম, কাকনী, তারাকান্দা, ময়মনসিংহ, ২ জুলাই। ছবি: মাহমুদুল হাসান
কাঠগোলাপ ফুল। ভাটিপাড়া, চর নিলক্ষীয়া, সদর, ময়মনসিংহ, ৩ জুলাই। ছবি: মোদাব্বির হাশমী
বগুড়ার গাবতলী থানার ‘কদমতলী- গাবতলী’ সড়কের ধারের ভাঙন রক্ষায় বৃক্ষরোপণ শুরু করেছে ওই গ্রামের একদল যুবক। হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের (এইচবিএফ) সহযোগিতায় তাঁরা সম্প্রতি এসব বৃক্ষ রোপণ করেন। ছবি: লাল মিয়া
দৈনিক পানি শোষণ করে পানির স্তর নামিয়ে ফেলে ইউক্যালিপটাসগাছ। একটি গাছ তার আশপাশের প্রায় ৫০ ফুট অঞ্চল থেকে পানি শোষণ করে ওই জায়গার মাটি অনুর্বর করে ফেলে। ফলে আশপাশের ধানখেত ও সবজিখেতে উৎপাদন কমে যায়। পরিবেশ বিপন্নকারী এই গাছ ২০০৮ সালে সরকার কর্তৃক নিষিদ্ধ হলেও থেমে নেই চারা উৎপাদন ও রোপণ। দ্রুত বর্ধনশীল বৃক্ষ হওয়ায় সাধারণ মানুষ এর ক্ষতিকর দিক না জেনে এই গাছ রোপণ করছেন। এখনই সচেতন না হলে এই গাছ বাংলাদেশের কৃষি খাত ব্যাপকভাবে ধ্বংস করবে এবং মরুকরণ ঘটাবে। কেলিশহর গ্রাম, পটিয়া উপজেলা, চট্টগ্রাম। ছবি: দীপ চৌধুরী
দুই ভাই–বোন মেহেদিপাতা তুলছে। যাত্রাবাড়ী, ঢাকা, ৩ জুলাই। ছবি: আফজাল তাহফি রোহান
দুই পাশে সবুজের সমারোহের মাঝখান দিয়ে চলে গেছে প্রবহমান মেঘনা নদী। ধনিয়া, তুলাতুলি, ভোলা, ৩ জুলাই। ছবি: মো. আরিয়ান আরিফ
মেঘনা-গোমতী বাঁক চেনা ছন্দে বর্ষা, বজ্রবিদ্যুৎসহ আকাশের মেঘে স্বপ্ন ভাসে...পরিষ্কার নীল আকাশ আর সবুজ মাঠ—শব্দগুলো শুনলেই মনে আসে প্রেমময় বর্ষা। কদিন আগেই মহাসমারোহে আগমন ঘটেছে তার। বাংলার প্রকৃতিতে বর্ষার আবির্ভাব আবারও মুগ্ধ করেছে আমাদের। ছবি: মাসুম পারভেজ
দুরন্ত শৈশব। গ্রামগুলো যখন দিন দিন শহরে রূপ নিচ্ছে, তখনো কিছু কিছু এলাকায় এখন তেমন আধুনিকতার ছোঁয়া লাগেনি। ফলে এখনো শিশুদের এই দুরন্তপনা লক্ষ করা যাচ্ছে, যা হয়তো একটা সময় পরে আর খুঁজে পাওয়া যাবে না। জালালপুর, অষ্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া, ২ জুলাই। ছবি: আল মুজাহিদ শুভ
সবুজ শ্যামল এবং শান্তিময় বাংলাদেশ ব্যাংক কলোনি। উপশহর, সিলেট, ২ জুলাই। ছবি: আরিফুল ইসলাম ঠাকুর সায়েল
শত বছরের ইলিয়ট ব্রিজ, যেটা বড়পুল নামে পরিচিত। সিরাজগঞ্জ, ৩ জুলাই। ছবি: সজীব খান রিগান
সারা দিনের ক্লান্তি আর অবসাদ নিয়ে ভ্যান বোঝাই করে মাল নিয়ে ক্রেতার বাড়িতে যাচ্ছেন ভ্যানচালক সায়েদ মিয়া। রাত আটটায় এভাবেই ঢাকা–সিলেট মহাসড়কের অলিপুরে একটি শিশুকে পেছনে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, ছেলেটির নাম পাভেল, সে স মিলে থাকে। শখের বশেই ভ্যানচালকের সঙ্গে গাড়িতে ওঠার জন্য বায়না ধরেছিল। ২ জুলাই। ছবি: সৈয়দ হাবিবুর রহমান ডিউক
ফুলে ফুলে ভরে উঠেছে শর্ষেখেত। তার মাঝে এক টুকরো বাংলাদেশ। খেজুরবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: বিশ্বজিৎ দাস বিজয়