Thank you for trying Sticky AMP!!

নাটেশ্বরের প্রত্ন-নিদর্শন

আট থেকে বারো শতকের একটি স্তূপসহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানাধীন বানেশ্বর গ্রামে। গতকাল শনিবার এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বানেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। ছবি: সাইফুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই খনন কাজে অংশ নেন একদল প্রত্নতাত্ত্বিক। দর্শনার্থীদের সুবিধার্থে পুরো প্রত্ন কেন্দ্রের একটি অস্থায়ী মডেল তৈরি করা হয়েছে। বানেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। ছবি: সাইফুল ইসলাম
মুন্সিগঞ্জের নাটেশ্বরে আবিষ্কৃত বৌদ্ধদের পিরামিড আকৃতির স্মৃতিস্তম্ভ। বানেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। ছবি: সাইফুল ইসলাম
প্রত্নস্থল থেকে মিলেছে এসব পোড়া মাটির তৈজসপত্র। বানেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। ছবি: সাইফুল ইসলাম
বৌদ্ধ সভ্যতার এমন আরও প্রত্নবস্তু পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বানেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। ছবি: সাইফুল ইসলাম
মাটির তৈজসপত্র ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন প্রত্নবস্তুর ভগ্নাংশ। বানেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। ছবি: সাইফুল ইসলাম
পোড়া মাটির ইটের দেয়ালে টেরাকোটার নকশা। বানেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। ছবি: সাইফুল ইসলাম
প্রত্নস্থলটিকে অতীশ দীপংকরের সাধনার স্থান কিংবা ধর্মপ্রচারের কেন্দ্র হিসেবে মনে করা হচ্ছে। বানেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ। ছবি: সাইফুল ইসলাম