Thank you for trying Sticky AMP!!

প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে কেন্দ্রের আশপাশের এলাকা। আজ শনিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছার এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

নির্বাচনের খণ্ডচিত্র

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় আজ শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া বেশির ভাগ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। কোথাও ভোটারদের উপস্থিত ছিল বেশি, আবার কোথাও কম। ভোটারের সারিতে ছিলেন বয়োজ্যেষ্ঠরাও।

প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে কেন্দ্রের আশপাশের এলাকা। আজ শনিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছার এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে
নারী ভোটারদের দীর্ঘ সারি। শনিবার সকালে গাইবান্ধা পৌরসভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ভোটারকে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শেখাচ্ছেন পোলিং কর্মকর্তা। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের তারাব পৌরসভার একটি ভোটকেন্দ্রে
ভোটকেন্দ্রের সামনে পুরুষ ভোটারদের দীর্ঘ সারি। আজ শনিবার সিরাজগঞ্জ পৌরসভার ধানগড়া মহিলা কলেজ কেন্দ্রে
ভোট দেওয়ার পর পুত্রবধূর সঙ্গে বাড়ি ফিরছেন সুন্দরী বেওয়া। আজ শনিবার সকালে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জের চানপাড়া শহীদ সেকেন্দার আদর্শ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ব্যালট পেপার বাক্সে ফেলছেন নারী ভোটাররা। আজ শনিবার বগুড়ার শেরপুর পৌরসভার শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ভোট দিয়ে বাড়ি ফিরছেন অসুস্থ এক ভোটার। তাঁকে ভোটকেন্দ্র থেকে বের হতে সাহায্য করছেন পুলিশ সদস্যরা। আজ শনিবার দুপুর ১২টায় বগুড়ার শেরপুর পৌরসভার একটি ভোটকেন্দ্রে
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খানের গাড়িতে হামলার পর পুলিশের ধাওয়া। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের শৈলকুপার ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে
কিশোরগঞ্জ শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র ছিল ফাঁকা। আজ শনিবার সকাল ১০টার চিত্র
কিশোরগঞ্জ শহরে বিজিবির টহল। আজ শনিবার সকালে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে