Thank you for trying Sticky AMP!!

পূজার প্রস্তুতি

কয়েক দিন পরই শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এখন চলছে পূজার নানা প্রস্তুতি। মাটি দিয়ে তৈরি হচ্ছে মূর্তি। এরপর রং ও অন্য কাজের পরই মণ্ডপে বসানো হবে মূর্তিগুলো। দক্ষিণাঞ্চলের মৃৎশিল্পী সুইটি পাল মূর্তি বানানোর কাজে ব্যস্ত। ছবিটি রোববার দুপুরে বরিশাল নগরের কাউনিয়া লোকনাথ বাবার মন্দির থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বসে মেলা। এ সময় শিশুদের খেলনার চাহিদা থাকে ব্যাপক। শিশুদের জন্য তৈরি খেলনায় রংতুলির আঁচড় দিচ্ছেন উদয়ন পাল। ছবিটি বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা উপলক্ষে গ্রামগঞ্জে বসবে মেলা। মাটির তৈরি পুতুলে রং দিচ্ছেন পালপাড়ার নারীরা। ছবিটি বুধবার যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
শারদীয় দুর্গোৎসবে গ্রামগঞ্জে বসে মেলা। মেলায় পুতুলের বিক্রিও হয় বেশ ভালোই। মাটির পুতুলে রং দেওয়ার পর তা রোদে শুকানো হচ্ছে। ছবিটি বুধবার যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে তোরণ নির্মাণ করা হয়। অনেক জায়গায় তোরণে বিভিন্ন মন্দিরের আদলে সাজানো হয়। ছবিটি বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকা থেকে তোলা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
বিভিন্ন জায়গায় তৈরি করা মূর্তি নৌকায় করে নির্দিষ্ট জায়গায় নেওয়া হচ্ছে। ছবিটি বুধবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর ঘাট এলাকা থেকে তোলা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
প্রতিমার অবয়বে রঙের শেষ তুলির আঁচড় দিচ্ছেন শিল্পী। চোখের কারুকাজ ফুটিয়ে তুলছেন ঢাকার শাঁখারীবাজার থেকে আসা শিল্পী বলাই পাল। ছবিটি বুধবার রংপুর নগরের তালতলা এলাকার করুণাময়ী মন্দির থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর