Thank you for trying Sticky AMP!!

বগুড়ার কাঠের রেহেল

পবিত্র কোরআন পড়ার রেহেল নিজের হাতে তৈরি করেন বগুড়ার রাহাত হোসেন। শহরের শেরপুর সড়কের কলোনি এলাকা, বগুড়া, ৯ এপ্রিল। ছবি: সোয়েল রানা
রোদে শুকাতে দেওয়া হয়েছে কাঠের রেহেল। ছবি: সোয়েল রানা
মান ও আকার ভেদে একেকটি রেহেলের দাম ১৪০ থেকে ১ হাজার টাকা। ছবি: সোয়েল রানা
রেহেলের দাম নির্ভর করে কাঠের মান ও নকশার ওপর। ছবি: সোয়েল রানা
রাহাত হোসেনের কাছে নানা রঙের রেহেল পাওয়া যায়। ছবি: সোয়েল রানা
পবিত্র কোরআন রেখে পড়ার জন্য অনেকেই রেহেল কেনেন।