Thank you for trying Sticky AMP!!

বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা

গাড়িচাপায় নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজও সড়কে নেমেছে। নাঈমের মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজ বৃহস্পতিবার তারা নটর ডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরের পর শান্তিনগর, কাকরাইল ও বেইলি রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে। ফার্মগেট মোড়ে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও কমার্স কলেজ, আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হলিক্রস কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজ বৃহস্পতিবার নটর ডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা মূলত ছয়টি দাবি নিয়ে সড়কে নেমেছে। এগুলো হলো সবার জন্য সড়ক নিরাপদ করা, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পদচারী-সেতু স্থাপন করা ও সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা
শিক্ষার্থীদের মাঝে অন্যতম স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’
দুপুর ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয়
আন্দোলনরত শিক্ষার্থীরা
নাঈমের রোল নম্বর সড়কে লিখে প্রতিবাদ জানায় সহপাঠীরা
মিছিল নিয়ে ছাত্ররা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যালয়ের (নগর ভবন) সামনে অবস্থান নেয়
আজ বেলা দেড়টার দিকে তিন প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী শান্তিনগর মোড়ে জড়ো হয়
কাকরাইল মোড় থেকে রমনা-মগবাজার সড়ক হয়ে বেইলি রোডের দিকে যায় শিক্ষার্থীদের মিছিল
কাকরাইল এলাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
প্ল্যাকার্ডে প্রতিবাদী স্লোগান লিখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা
বেলা সাড়ে ১১টার দিকে ফার্মগেট মোড়ে আন্দোলন শুরু করে ছয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা বাসসহ কোনো গণপরিবহন চলাচল করতে দিচ্ছিল না। ব্যক্তিগত গাড়ির চালকের লাইসেন্সসহ কাগজপত্র যাচাই করে দেখে তারা
প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা