Thank you for trying Sticky AMP!!

মেলার খাবার

শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাবের ১৩০তম বছর উপলক্ষে পাবনার হেমায়েতপুরে আয়োজিত মহোৎসবের গতকাল ছিল শেষ দিন। উৎসব উপলক্ষে বসে মেলা। মেলায় বিভিন্ন দেশীয় খাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দেশীয় চিপস। সৎসঙ্গ পরমতীর্থ ধাম, হেমায়েতপুর, পাবনা, ৩ মার্চ। ছবি: হাসান মাহমুদ
স্থানীয়ভাবে একে খাগরাই বলে। অনেক জায়গায় বলা হয় নকুল দানা। ছবি: হাসান মাহমুদ
সন্দেশ। ছবি: হাসান মাহমুদ
চিনির সিরায় মিষ্টি নিমকি। ছবি: হাসান মাহমুদ
চিপস। ছবি: হাসান মাহমুদ
ছিল চিড়াও। ছবি: হাসান মাহমুদ
গুড়ের খুরমা, অনেক স্থানে মুড়ালি। ছবি: হাসান মাহমুদ
গুড়ের ছাঁচ। সৎসঙ্গ পরমতীর্থ ধাম, হেমায়েতপুর, পাবনা, ৩ মার্চ। ছবি: হাসান মাহমুদ
তিলের মটকা। ছবি: হাসান মাহমুদ
চানাচুর। ছবি: হাসান মাহমুদ
লগুন দানা বা বাদামি। কোথাও কোথাও বলা হয় চাপটি। ছবি: হাসান মাহমুদ
কদমা। ছবি: হাসান মাহমুদ
চিনির বাতাসা। ছবি: হাসান মাহমুদ