Thank you for trying Sticky AMP!!

যেভাবেই হোক যেতে হবে বাড়ি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দূরপাল্লার যান চলাচলে আছে বিধিনিষেধ। কিন্তু কোনোভাবেই ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ঢল থামানো যাচ্ছে না। ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছে, ছুটছে বাড়ির পথে। ট্রাক-পিকআপ-মাইক্রোবাসে দ্বিগুণ, তিন গুণ ভাড়া দিয়ে ছুটছে মানুষ। নৌপথে ফেরিতে গাদাগাদি করে যাচ্ছে মানুষ। ছবিগুলো ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তোলা

পিকআপে গাদাগাদি করে যাচ্ছে মানুষ। মহাখালী, ঢাকা
হেঁটে, মোটরসাইকেলে যে যেভাবে পারছে, বাড়ির পথে ছুটছে মানুষ। আমিনবাজার এলাকা, ঢাকা
পাঁচ মাসের শিশু সুমাইয়াকে নিয়ে রাজবাড়ীর উদ্দেশে যাত্রা করেছেন মা শিল্পী বেগম। নবীনগর থেকে ভেঙে ভেঙে পাটুরিয়া ফেরিঘাটে এসেছেন তিনি। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ফেরির জন্য। পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ
যেভাবেই হোক ফেরিতে উঠতেই হবে। পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ
ফেরিতে ওঠার অপেক্ষায় পণ্যবাহী ট্রাকগুলো। পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ
নদী পার হওয়ার জন্য অপেক্ষা। শিমুলিয়া ৩ নম্বর ঘাট, মুন্সিগঞ্জ
শিমুলিয়া ঘাটের মোড়ে পুলিশের তল্লাশি। শিমুলিয়া ঘাট, মুন্সিগঞ্জ
রাজধানী ছেড়ে যাচ্ছেন বাড়ির পথে। আমিনবাজার, ঢাকা
ট্রাকটি মালবাহী। তাতে করেই গন্তব্যে যাচ্ছে মানুষ। ঢাকা-আরিচা মহাসড়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা
বিজিবির তৎপরতা। সাটুরিয়া, মানিকগঞ্জ
ফেরিতে মানুষের ভিড়। পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ
ফেরিতে ওঠার জন্য যাচ্ছেন তাঁরা। পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ