Thank you for trying Sticky AMP!!

গুলিস্তানে সড়কের অর্ধেক জুড়ে হিউম্যান হলারের পার্কিং।

যেমন খুশি তেমন চলোর সড়ক

সারা দেশে গত বছর সড়ক, রেল ও নৌপথে ৪ হাজার ৯২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন, আহত ৫ হাজার ৮৫ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ২০২০ সালের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ওই বছর শুধু সড়কে দুর্ঘটনা ঘটেছে ৩ হাজার ২৩২টি। এতে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৮০০ জন। নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিককালে দেশজুড়ে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলনের জের ধরে সরকারও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেয়। কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরেনি।

সড়কে বিশৃঙ্খলার ছবিগুলো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তোলা।

মুঠোফোনে কথা বলতে বলতে ব্যস্ত সড়ক পার হচ্ছেন এক পথচারী।
ট্রাফিক আইন ভেঙে সড়ক বিভাজকের ফাঁক গলে মোটরসাইকেলে সড়ক পার হচ্ছেন পুলিশ সদস্য।
কাছেই পদচারী-সেতু। তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন পথচারীরা। দনিয়া এলাকায়।
যানবাহনের বিশৃঙ্খল চলাচল। ভিক্টোরিয়া পার্ক এলাকায়।
অনেক পথচারী আবার সড়ক বিভাজক টপকে রাস্তা পার হন।
গুলিস্তানে সড়কের অর্ধেক জুড়ে হিউম্যান হলারের পার্কিং।
সড়কে ট্রাফিক পুলিশের তৎপরতা।
সড়কের মধ্যখানে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের।
স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা নেই, ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই শৃঙ্খলা ফেরানোর চেষ্টা।
সড়কে বাস, ট্রাকের পাশাপাশি রিকশা। হাতের ইশারায় চলন্ত গাড়ি থামিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
ভিক্টোরিয়া পার্ক এলাকায় সড়কে শৃঙ্খলা আনতে পুলিশ সদস্যের আপ্রাণ চেষ্টা।
জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে চলন্ত বাসে উঠছেন যাত্রী।
যাত্রাবাড়ী মোড়ে মাঝসড়কে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে এই নারী যাত্রীকে। ভারী ব্যাগ নিয়ে বিপাকে তিনি।
দুই বাসের মাঝ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা।